অনলাইন নিউজ ডেস্ক: আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখপাধ্যায় পরিচালিত রক্তবীজ ২ ছবিটি।
মুক্তির আগেই একটি ট্রেলার প্রকাশিত হয়,প্রকাশিত এই ট্রেইলর নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কারণ টেইলার এ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্র ফুটে উঠেছে। সিনেমাটির মূল চরিত্র বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপ্রণ নিয়ে নির্মিত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম একটি প্রতিবেদনে বলেছেন দুর্গাপূজা উপলক্ষে নির্মিত এ ছবি আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ছবিতে সীমা বিশ্বাস শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন আর ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভূমিকায়। এছাড়াও সিনেমায় করেছেন কাঞ্চন মল্লিক, মানসী সোহা ও নুসরাত জাহান।প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে অভিনয়ে দর্শকের মন জয় করেছে বলে ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে।
সিনেমার সমালোচকরা মনে করছেন রক্তবীজ ২ মুক্তির পরে নতুন করে সামনে আসবে ভারত বাংলাদেশের সম্পর্কের জটিল বাস্তবতা ও রাজনৈতিক প্রভাব। নির্বাচন ৯ সেপ্টেম্বর হয়ে গেলেও চলচ্চিত্রে শেখ হাসিনা চরিত্র দেখে আগ্রহ দুই দেশের মধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
Leave a Reply