

–//অলি-গলি-
ঢাকার রাজপথে সফল আন্দোলন সংগ্রামের পিছনে একটা রহস্য আছে। পুরাতন ঢাকার কিংবা ঢাকার অনেক জায়গার ছোটো ছোটো গলি গুলো ছিলো রাজনৈতিক নেতাদের গ্রেফতার এড়ানোর নিরাপদ মাধ্যম।প্রশাসনের চোখ এড়িয়ে মিছিলে অংশগ্রহণের জন্য এই গলি গুলো সুড়ঙ্গ পথের মতোই কাজ করতো। পুরাতন ঢাকার অসংখ্য সংকীর্ণ গলি আছে যেগুলো আজ আমরা ভুলে গেছি।অথচ এইসব গলিতেই অসংখ্য নেতাকর্মীদের দুঃসময়ের পদচিহ্ন লেগে আছে। সুসময়ে সেসব গলিতে এখন আর কেউ মনের ভুলেও হয়তো প্রবেশ করে না। ফ্যাসিস্টদের নির্যাতন আর পুলিশি হয়রানির ভয়ে এসব গলিতেই শত শত নেতা কর্মী চা খাওয়ার ভান ধরে ঘন্টার পর ঘন্টা পায়চারি করতো। তবে এখন সবাই চলে বড় বড় প্রশস্ত রাস্তায় নামি দামি এসি গাড়িতে।
মনে রাখবেন সময়ের আবর্তনে আবারও ওই পথে যাওয়া লাগতে পারে।
তাই দুঃসময়ের উপকারিকে,মাধ্যমকে এবং সহযোগী’কে ভুলে যাইয়েন না।
Leave a Reply