
অনলাইন নিউজ ডেস্ক: নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বুধবার ২৪শে সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে নবগঠিত পিরোজপুর জেলার আহ্বায়ক কমিটি ও জেলা, বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে রাজধানীর জিয়া উদ্যান এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ২১ শেষ সেপ্টেম্বর নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি দেয় বিএনপি।

শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী আহম্মেদ বলেন,দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন নজরুল ইসলাম খান এবং জেলও খেটেছেন।তাই তাকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে।আশা করছি তাদের নেতৃত্বে পিরোজপুর জেলা বিএনপি শক্তিশালী হবে।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান,সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খান,জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ সাঈদ আহম্মেদ,খাইরুল ইসলাম বাবু,ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম হাসান মাসুম, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন খান,হিরুয়ার রহমান মোল্লা, মানিক ফকির,মশিউর রহমান, হুমায়ুন কবির সহ বিভিন্ন থানা ও ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ….

Leave a Reply