আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পিরোজপুর জেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত আহবায়ক:-জনাব নজরুল ইসলাম খান এবং

- সদস্য সচিব :-সাইদুল ইসলাম কিসমত ও পিরোজপুর জেলা
বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পিরোজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের দায়িত্ব প্রাপ্ত টিম প্রধান:-
- সওগাতুল ইসলাম সগির।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ স্বেচ্ছাসেবক দল।
- সদস্য:-
সাফায়েত হোসেন রিপন।
সাবেক দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ স্বেচ্ছাসেবক দল।
সাবেক সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
- সদস্য :-
এলিজা শারমিন মুন্নি।
পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় টিম এর কার্যক্রমের নির্দেশনাবলী:-
- ১.অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবে না। শুধুমাত্র যারা বিএনপি’র সাথে সম্পৃক্ত আছে এবং হতে চায়, তারাই প্রাথমিক সদস্য হতে পারবে।
- ২. মহিলাদের সদস্য করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
- ৩. প্রাথমিক সদস্য করার ক্ষেত্রে টীম করে বাড়ি-বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের কার্যক্রম করতে হবে। একইসাথে গুরুত্বপূর্ণস্থানে এবং দলীয় কার্যালয় থাকলে সেখানে বুথ স্থাপন করে প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম মাসব্যাপী চালু রাখতে হবে।
- ৪. প্রাথমিক সদস্য হতে আগ্রহী ব্যক্তিকে দলের আবেদন ফরম পূরণ করে প্রাথমিক সদস্য পদের জন্য আবেদন করতে হবে।
- ৫. যিনি সদস্য হতে চাইবেন, তাকে নিজ থেকে ২০ টাকা দিয়ে প্রাথমিক সদস্য হতে হবে।
- ৬. যেসকল ব্যক্তিরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো, পদে ছিলো এবং আছে তাদেরকে সদস্য করা যাবে না।
- ৭. প্রচার ও প্রচারণার মাধ্যমে প্রাথমিক সদস্য পদ গ্রহণের বিষয়ে সকলকে অবগত করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। যেমন:-
- (ক) সামাজিক যোগাযোগ মাধ্যম Face Book, Whats App, Messenger ইত্যাদি।
- (খ) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করতে হবে।
- ৮. প্রতি জেলার দলনেতাদের দায়িত্ব তার সদস্যদের সমন্বয়ে জেলা এবং উপজেলায় প্রাথমিক সদস্য ও নবায়ণ ফরম সংগ্রহ করার জন্য জেলা সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণের সাথে আলোচনা করে কার্যক্রম সম্পন্ন করা।
ধন্যবাদান্তে-
(এম. রশিদুজ্জামান মিল্লাত)
কোষাধ্যক্ষ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও
সদস্য সচিব
প্রাথমিক সদস্য ও নবায়ণ কার্যক্রম কমিটি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply