অনলাইন নিউজ ডেস্ক: ভারতকে এগিয়ে নিতে মোদির মত সাম্প্রদায়িক নেতাকে পিছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেনএনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম।
সোমবার বিকেলে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজ এ ভারতের ওায়কফ বিল আইন পাস হওয়াকে কেন্দ্র করে এমন পোস্ট করেন তিনি।
পোস্টে তিনি আরো লিখেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াক্’ফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে।এর মধ্য দিয়ে ভারতে আরেকটি “কালো আইন” তৈরি হলো। উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সম্প্রদায়িক হিসেবে প্রমাণ করলো এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করলো।গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ এবং সকল জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পিছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই।
Leave a Reply