
সাবেক তিতুমীর কলেজ ছাত্রদলের সম্মানিত সভাপতি ও মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক:-
জনাব মো:তসলিম আহসান (মাসুম) বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষিত বেকার যুবকদের চাকরি নিশ্চিতকরণ এবং ভাতার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন ধানের শীষের প্রার্থী যাকে দেওয়া হবে তার সাথে সক্রিয়ভাবে সকলকে কাজ করতে হবে।তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।
আমরা গত ১৭ টি বছর সংগ্রাম করেছি মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ বিজয়ের দ্বারপ্রান্তে এসে কোন অশুভ শক্তির কাছে মাথা নত করা যাবে না। তাই আমি সকল নেতাকর্মীকে আমন্ত্রণ জানাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা ধানের শীষের পক্ষে কাজ করি।
আমাকে ধরে নিয়ে গিয়ে যে অমানোসিক নির্যাতন করেছে প্রতিনিয়তই তার যন্ত্রণায় এখনো ভুগছি। তবুও কখনো দলীয় প্রোগ্রামের একটি মিছিল ছেড়ে যাইনি। তখনও শক্ত হাতে রাজপথে ছিলাম বর্তমান সময়ে জনগণের স্বার্থ রক্ষায় রাজপথে আছি।
কখনো হামলা-মামলা করে আমাকে থামিয়ে দিতে পারেনি।
আমার নামে অনেক গুলো মামলা রয়েছে তার মধ্যে চারটি মামলায় আমি সাজাপ্রাপ্ত। অবিলম্বে আমি স্যালেন্ডার করে কারাভোগের সিদ্ধান্ত নিয়েছি।
একমাত্র বিএনপি পারে দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে।তাই পরিশেষে বলতে চাই
ধানের শিষে দিলে ভোট”
শান্তি পাবে দেশের লোক।

Leave a Reply