অনলাইন নিউজ ডেস্ক: পিরোজপুর জেলা বিএনপির চার সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নজরুল ইসলাম খান আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমত সদস্য সচিব ও এলিজা জামান যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক আলমগীরকে সদস্য বাবা করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নজরুল ইসলাম খান জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,নাজিরপুর উপজেলার সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।এলিজা জামান বিএনপি নির্বাহী কমিটির সদস্য।
এর পূর্বে ৩ সেপ্টেম্বর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও সদস্য সচিব লাভলু গাজির আহবায়ক কমিটি বিলুপ্ত করে বিএনপি। নতুন গঠনকৃত আহবায়ক কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আশা ও আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে।
Leave a Reply