অনলাইন নিউজ ডেস্কঃ “পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদন্ড প্রদান করা হবে”- হুমায়ুন আজাদ।আজ শুক্রবার দুপুর ২.৪০ মিনিটে প্রয়াত হুমায়ুন আজাদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পেজ এ এমন একটি পোস্ট করেন।
এই পোস্টে তিনি ভিডিও কৃতজ্ঞতা কালবেলা, লিখে একটি ভিডিও পোস্ট করেছেন।ভিডিওতে দেখা যায় পুলিশ মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছেন।
গতকাল মঞ্চ ৭১ এর ব্যাবস্থাপনায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, আব্দুল লতিফ সিদ্দিকি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন। আলোচনা সভায় বক্তব্য শেষে কিছু জুলাই আন্দোলনের নেতা ও সমনয়ক পরিচয়ের কয়েকজন মানুষ মবের সৃষ্টি করে এবং মঞ্চ ৭১ এর নেতৃবৃন্দেকে ঘিড়ে ফেলে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।এক পর্যায়ে পুলিশ লতিফ সিদ্দিকি, হাফিজুর রহমান সহ কয়েক জনকে উদ্ধার করে আটক।
Leave a Reply