অনলাইন ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি প্রসঙ্গে সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন, এসব গালিগালাজ শুনে ও অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সি ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে।
মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স এড্রেস অনুষ্ঠানে সেনা প্রধান এ কথা বলেন।বৈঠকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত।অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাপ্রধান বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারিত্ব দেখাতে হবে। প্রতিশোধ মূলক কাজে নিজেদের জড়ানো যাবে না। সেনাবাহিনীর কোন সদস্য রাজনৈতিক কর্মকান্ডে জড়াতে পারবে না। তিনি বলেন একজন সেনা সদস্য গড়তে রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় হয়। তাই কোন সেনা সদস্য অপরাধমূলক কাজে জড়ানোর আগেই খেয়াল রাখতে হবে। অপরাধ করার পরে তাকে বাড়ি পাঠালে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ছাড়া কিছুই হবে না।
Leave a Reply