বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যেগে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ই আগষ্ট, শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকায় ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটির উপস্থিতি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।এসময় খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ঢাকেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করেন।
প্রার্থনা সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর বোস বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, গনতন্ত্রের জন্য তিনি ১৫ বছর ধরে জেল খাটছেন।তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ,তার কাছাকাছি না গেলে বোঝা যাবে না, তিনি কত ভাল মনের মানুষ। তার রোগমুক্তি কামনা করছি তিনি যেন দ্রুত আগের মত মানুষের মাঝে ফিরে এসে দেশর জন্য কাজ করতে পারেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ,সাংগঠনিক সম্পাদক বাবু জয়দেব জয়, দপ্তর সম্পাদক গোবিন্দ কুন্ড,মহানগর কমিটির সভাপতি বাবু গৌতম মিত্র, মহানগর কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ ভদ্র, কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক সীমান্ত দাস, ক্রীড়া সম্পাদক ও মহানগর কমিটির দপ্তর সম্পাদক অভিজিৎ সরকার সহ মহানগরের বিভিন্ন থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।
Leave a Reply