অনলাইন ডেস্ক নিউজ: পিরোজপুর জেলা বিএনপির সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন মনিটরিং কমিটির দায়িত্ব পেলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফায়েত হোসেন রিপন।
গতকাল ১৪ জুন মঙ্গলবার বিএনপির সিনি: যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী কে আহ্বায়ক করে পিরোজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন মনিটরিং টিম গঠন করা হয়।
উক্ত মনিটরিং টিম প্রধান ও সদস্য হিসেবে আরো রয়েছেন, সওগাতুল ইসলাম সগির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেচ্ছাসেবকদল, সাফায়েত হোসেন রিপন, সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিরাজ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর।
এ ব্যাপারে সাফায়েত হোসেন রিপন বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে মনিটরিং টিমের দায়িত্ব প্রদান ও আমার উপর আস্থা রাখার জন্য।অতিতের মতই আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।
Leave a Reply