অনলাইন ডেস্ক: ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছে, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম আজ সোমবার ২৮ এপ্রিল, ২০২৫ তারিখ সন্ধায় তার ভেরিভাইড ফেসবুক পেজে এমন একটি পোস্ট করেন। তিনি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, উনি বলেছেন আওয়ামীলীগ নির্বাচনে আসবে কিনা, এটা তারা ডিসিশন নিবেন। এই কথা বলার কোন অধিকার ডক্টর ইউনুসের নেই।
কারন আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে।৫ আগষ্ট আওয়ামী লীগের ব্যাপারে মানুষ ডিসিশন জানাইয়া দিছে। তারপর ও যদি প্রয়োজন হয় কোন ভোট হোক।গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিৎ কিনা।বাট কোনভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না।
তিনি (সারজিস আলম)কিছুটা হুমকির সরূপ বললেন, ডক্টর ইউনেসকে মনে রাখতে হবে তাকে কোন আমেরিকা বা ইউরোপের এজেন্সি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসিয়েছে এদেশের মানুষ।তাকে এদেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে ইউরোপ আমেরিকার কথা মত নয়।
আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল না।এটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে।ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে তার বিরুদ্ধে দাড়াইতে আমার এক সেকেন্ডও সময় নিব না।
প্রসঙ্গত গত ২৪শের জুলাই গনঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর। জুলাই গন অভ্যুত্থানের ছাত্র সমন্বয়করা তাকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার এবং ডক্টর ইউনুস তাদের কথায় রাজি হয়ে প্রধান উপদেষ্টা পদে বসেছিলেন।
Leave a Reply