অনলাইন ডেস্ক: পিরোজপুর জেলার, নাজিরপুর থানার ৪ নং দীর্ঘা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি সুমন হালদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
সাবেক এ সভাপতির বাক প্রতিবন্ধী চাচাতো ভাইয়ের স্ত্রী চম্পা হালদার, দুই সন্তানের জননী। একটি ছেলে একটি মেয়ের এই জননীর উপর ধর্ষণ চেষ্টার অভিযোগ আনেন চম্পা।
তিনি জানান দীর্ঘ এক বছর যাবৎ সুমন(সাবেক সভাপতি) আমাকে বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছে।গত পরশু দিন ভুক্তভোগী তাদের পারিবারিক পানের বরচে গেলে সুমন তাকে জরিয়ে ধরতে চায়।এসময় ভুক্তভোগী চম্পা তাকে আইনের ভয় দেখালে, সে বলে আমাকে শাস্তি দেওয়ার মত কেউ নেই।জেলখানায় আমাকে এক রাতের বেশি আটকে রাখতে পারবে না কেউ।
সাবেক এই সভাপতির বিরুদ্ধে গাজা বিক্রির অভিযোগ ও রয়েছে।ইতিপূর্বে তিনি গাঁজা বিক্রির কারনে একবার জেল ও খেটেছেন।কেউ কেউ বলেন তিনি গাঁজা বিক্রির ডিলার।
গতকাল রাতে ভুক্তভোগী চম্পা হালদার রান্না করার সময়, সুমন রাতের আধারে আবার তাকে জরিয়ে ধরে, এসময় চম্পা চিৎকার করে এবং গরম পানি ছুড়ে মারেন।চিৎকার শুনে তার শশুর এসে সুমনকে দেখতে পেয়ে হাতাহাতি হয় এসময় চম্পা হাতের শাখা ভেঙ্গে যায়।
প্রসঙ্গত সাবেক এই ছাত্রলীগ সভাপতির হাত থেকে তারই বাক প্রতিবন্ধী চাচাতো ভাইর স্ত্রীর এই হেনস্তায় গ্রামবাসী ক্ষিপ্ত।
Leave a Reply